গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বৃহস্পতিবার বেলা একটায় অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক ১১ বৎসর।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১আগস্টে প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলম এর পরামর্শ অনুযায়ী পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা অব্যাহত রাখেন।
আরও পড়ুন: জেব্রার মৃত্যু: সাফারি পার্কে নতুন প্রকল্প পরিচালক
০৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৭ টার পর হতে শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা দেন। যথাবিধি চিকিৎসা দানের পরেও একটার দিকে অসুস্থ সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।